
প্রকাশিত: Sat, Jun 29, 2024 10:24 AM আপডেট: Tue, Apr 29, 2025 12:19 AM
[১]খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ
শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, দুপুরে দুইটার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে বিএনপি বিভিন্নভাবে তার মুক্তির দাবিতে সভা সমাবেশ, বিক্ষোভ, মানববন্ধন করলেও ফললাভ হয়নি।
[৩] গত ২২ জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার মেডিকেল বোর্ড সিদ্ধান্তে তার হৃৎপিণ্ডে পেস মেকার বসানো হয়। এরপর নড়েচড়ে বসে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনিধারর্ণী সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় খালেদা জিয়ার মুক্তির জন্য একক কর্মসূচি দেওয়ার। রাজধানীসহ বিভাগীয় ও জেলা সদরে বড় ধরনের শোডাউনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায় বিএনপি।
[৪] এজন্য দলটির ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট বিশেষ করে যুবদল ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনগুলোর সাথে দফায় দফায় বৈঠক করেছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। এই সমাবেশের সার্বিক সমন্বয় ও দেখভালের দায়িত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস।
[৫] দলের সূত্র জানায়, এই সমাবেশ একদিকে যেমন দীর্ঘদিন ধরে কারারুদ্ধ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটিতে যারা নেতৃত্বে আসতে চান তাদের জন্য শক্তি ও জন সমর্থনের বিষয়টি বিবেচনা করবে দলের হাইকমান্ড। একই অবস্থা যুবদলের ক্ষেত্রে। যারা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বে আসতে চান তাদের বিষয়ে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে দলটি। এরফলে নেতৃত্বের বড় ধরনের প্রতিযোগিতা হবে আজকের এই সমাবেশ ঘিরে।
[৬] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, সমাবেশ সফল করার জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয়ক করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, শনিবার একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
